1. ভারতের প্রথম আধুনিক মানুষ’ নামে কে পরিচিত?
👉 রাজা রামমােহন রায়।
2. রাধাকান্ত দেব কে ?
👉 উনিশ শতকের কলকাতার রক্ষণশীল হিন্দু সমাজের নেতা।
3. ক্যালকাটা ফিমেল স্কুল’ কে প্রতিষ্ঠা করেন ?
👉 জন এলিয়ট ডিঙ্কওয়াটার বেথুন।
4. মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন?
👉 কলকাতা মেডিক্যাল কলেজের একজন ভারতীয় শল্যবিদ ও চিকিৎসক।
5. সতীদাহ প্রথা বিরােধী আন্দোলন কে সাফল্য আনেন?
👉 রাজা রামমােহন রায়।
6. ইয়ং ক্যালকাটা নামে কারা পরিচিত?
👉 ইয়ংবেঙ্গল বা নব্যবঙ্গ সম্প্রদায়।
7. হরিশচন্দ্র মুখােপাধ্যায় কে ছিলেন?
👉 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক।
৪. গ্রামবার্তা প্রকাশিকা’র প্রতিষ্ঠাতা সম্পাদক কে?
👉 কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদার।
9. ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?
👉 লর্ড ওয়েলেসলি।
10. বাংলার নবজাগরণকে ‘অতিকথাবলে কে অভিহিত করেছেন?
👉 গবেষক বিনয় ঘােষ।
11. বামাবােধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়—
👉 ১৮৬৩ খ্রিস্টাব্দে
12. হিন্দু প্যাট্রিয়ট দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়—
👉 খ্রিস্টাব্দে
13. হুতােম পাচার নকশা প্রকাশিত হয়—
👉 ১৮৬২ খ্রিস্টাব্দে
14. যাঁর সহযােগিতায় নীলদর্পণ নাটকটি জেমস্ লং ইংরাজিতে অনুবাদ করেন-
👉 মধুসূদন দত্ত
15. শ্রীরামপুর মিশন কলেজ প্রতিষ্ঠিত হয়—
👉 ১৮১৮ খ্রিস্টাব্দে
16. জেনারেল এ্যাসেম্বলিজ ইন্সটিটিউশনের বর্তমান নাম—
👉 স্কটিশ চার্চ কলেজ
17. ‘হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশিত হয়—
👉 ১৮৫৩ খ্রিস্টাব্দ
18. ‘হুতােম প্যাচার নকশা’ গ্রন্থটি রচনা করেন—
👉 কালীপ্রসন্ন সিংহ
19. নীলদর্পণ’ নাটকটির রচয়িতা কে?
👉 দীনবন্ধু মিত্ত
20. ‘উডের ডেসপ্যাচ’ প্রকাশিত হয়—
👉 ১৮৫৪ খ্রিস্টাব্দে
21. তত্ত্ববােধিনী পত্রিকা প্রকাশ করেন—
👉 অক্ষয় কুমার দত্ত
22. ভারতে ব্রিটিশ সরকার তিন আইন পাস করে—
👉 ১৮৭২ খ্রিস্টাব্দে
23. গ্রামবার্তা প্রকাশিকা’ প্রকাশিত হতে শুরু করে-
👉 ১৮৬৩ খ্রিস্টাব্দে
24. বিধবা বিবাহ আইন পাস হয়—
👉 ১৮৫৬ খ্রিস্টাব্দে
25. ভারতীয় ব্রাহ্বসমাজ প্রতিষ্ঠা করেন—
👉 দেবেন্দ্রনাথ ঠাকুর
26. হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়—
👉 ১৮২৪ খ্রিস্টাব্দে
27. ‘দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু করেন—
👉 লর্ড লিটন
28. বারাণসী সংস্কৃত কলেজ (১৭৯২ খ্রি.) প্রতিষ্ঠা করেন—
👉 জোনাথান ডানকান
29. শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন –
👉 উইলিয়ম কেরি
30. ক্যালকাটা স্কুল বুক সােসাইটি প্রতিষ্ঠিত হয়—
👉 ১৮১৮ খ্রিস্টাব্দ
31. হেয়ার স্কুলের পূর্ব নাম ছিল—
👉 পটলডাঙ্গা অ্যাকাডেমি
32. কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়—
👉 ১৮৫৭ খ্রিস্টাব্দে