মাধ্যমিক ইতিহাস – অধ্যায় প্রথম -ইতিহাসের ধারণা / প্রশ্ন ও উত্তর



১. ভারতে বিজ্ঞানের পথিকৃৎ ছিলেন-

(ক) প্রফুল্ল চন্দ্র রায়

(খ) এপিজে আব্দুল কালাম

(গ) জগদীশচন্দ্র বসু

(ঘ) রাধা গোবিন্দ কর

২. কালহান ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ রচনা করেন

(ক) অর্থশাস্ত্র

(খ) রাজতরঙ্গিনী

(গ) মননশীলতা

(ঘ) রামচরিত

৩. জীবনের ঝর্ণা লিখেছেন-

(ক) সরলাদেবী

(খ) শরৎকুমারী

(গ) গোল্ডেন ভার্জিন

(ঘ) জ্ঞান

৪.আগুন 'অ্যানাল স্কুল' গঠনের সাথে জড়িত ছিল -

(ক) থমসন

(খ) ফার্নান্ড ব্রেডেল

(গ) ডালহৌসি

(ঘ) মেকল

৫. উচ্চ ও নিম্ন শ্রেণীর ইতিহাস লিখেছেন-

(ক) রঞ্জিত গুহা ড

(খ) প্রকাশ মজুমদার

(গ) রোমিলা থাপার

(ঘ) ইরফান হাবিব

৬. বন সংরক্ষণের অজুহাতে সরকার গঠিত -

(ক) বন আইন

(খ) সামন্ত আইন

(গ) জমিদার আইন

(ঘ) মানি লন্ডারিং আইন

৭. বাংলা প্রথম প্রকাশ পত্রিকার নাম-

(ক) দৃষ্টিকোণ

(খ) সমাচার দর্পণ

(গ) বঙ্গদর্শন

(ঘ) সোমপ্রকাশ

৮. কার আমলে ভারতে রেলপথ সম্প্রসারিত হয়েছিল ? 

(ক) লর্ড ময়রার আমলে 

(খ) লর্ড ডালহৌসির আমলে 

(গ) লর্ড ক্যানিং – এর আমলে 

(ঘ) লর্ড এলেনবরা – র আমলে । 

৯. কবে ভারতে চিত্রশিল্পের যাত্রা শুরু হয়েছিল ? 

(ক) ১৮৪০ খ্রিস্টাব্দে 

(খ) ১৮৪৫ খ্রিস্টাব্দে 

(গ) ১৮৫০ খ্রিস্টাব্দে 

(ঘ) ১৮৫৫ খ্রিস্টাব্দে । 

১০. পৃথিবীতে প্রথম কোথায় পোলিস বা নগর – রাষ্ট্র গড়ে 

(ক) রোমে 

(খ) ইংল্যান্ডে 

(গ) চিনে 

(ঘ) গ্রিসে । 

১১. ভারতে পরিবেশ রক্ষার জন্য একটি আন্দোলন – 

(ক) নর্মদা বাঁচাও আন্দোলন 

(খ) চিপকো আন্দোলন 

(গ) পরিবেশ রক্ষার আন্দোলন 

(ঘ) গঙ্গা আন্দোলন । 

উপরিলিখিত প্রশ্নের উত্তর গুলি নিম্নরুপ

১. উত্তর:           👉        (ক) প্রফুল্ল চন্দ্র রায়

২. উত্তর:-        👉         (খ) রাজতরঙ্গিনী

৩. উত্তর:         👉        (ক) সরলাদেবী

৪. উত্তর:         👉         (খ) ফার্না ব্রেডেল

৫.উত্তরঃ        👉         (ক) ডঃ রঞ্জিত গুহা

৬. উত্তর:       👉         (ক) বন আইন

৭. উত্তর:       👉          (ক) দৃষ্টি

৮. উত্তর:       👉         (খ) লর্ড ডালহৌসির আমলে

৯. উত্তর:       👉         (গ) ১৮৫০ খ্রিস্টাব্দে

১০. উত্তর:     👉         (ঘ) গ্রিসে । 

১১. উত্তর:      👉         (খ) চিপকো আন্দোলন 

 *********************************************************************************************************************************************************************

-: এক কথায় উত্তর :-

.সামরিক ইতিহাসচর্চা প্রথম কোন দেশে শুরু হয় ?

উত্তর :- ইংল্যান্ডে ।

.কোন শহরকে ভারতের সংস্কৃতির নগর বলা হয় ?

উত্তর :- কলকাতাকে ।

মান্না দে র আত্মজীবনীর নাম কী ?

উত্তর :-জীবনের জলসাঘর

খেলাধুলার ইতিহাস বিষয়ক দুটি গ্রন্থের নাম লেখো ?

উত্তর :-বাপি বাড়ি যা এবং কাপমহলা

.নতুন সামাজিক ইতিহাসের প্রধান বিষয়বস্তু কী ?

উত্তর :- সাধারণ মানুষের ইতিহাস ।

.নিম্নবর্গের ইতিহাসচর্চার সাথে সম্পর্কিত দুজন বিদেশি ঐতিহাসিকের নাম লেখো ।

উত্তর :- হার্বার্ট গুটম্যান এবং ইউজিন জেনেভিস ।

.নিম্নবর্গের ইতিহাসচর্চার সাথে সম্পর্কিত কয়েকজন ভারতীয় ঐতিহাসিকের নাম লেখো ।

উত্তর :- রণজিৎ গুহ , সুমিত সরকার , জ্ঞানেন্দ্র পাণ্ডে , শাহিদ আমিন  ।

.রসগোল্লা : বাংলার জগৎমাতানো আবিষ্কার কে রচনা করেন ?

উত্তর :- হরিপদ ভৌমিক ।

.রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রগুলি কী নামে পরিচিত ?

উত্তর :-বরীন্দ্রচিত্রাবলী

১০.অগ্নিযুগের কন্যা নামে কে পরিচিত ?

উত্তর :- সরলাদেবী চৌধুরাণী ।

১১.Letters Froma Father to His Daughter ” নামক চিঠিপত্র লেখা হয়েছিল কত সালে ?

উত্তর :- ১৯২৮ খ্রিস্টাব্দে ।

১২.কোন দশককে নতুন সামাজিক ইতিহাসের স্বর্ণযুগ বলা যায় ?

উত্তর :- ১৯৭০এর দশকে ।

১৩.কোন দেশকে কেকের দেশ বলা হয় ?

উত্তর :- স্কটল্যান্ড ।

১৪.ব্রাষ্মিকা শাড়ি পরার পদ্ধতির প্রচলন কোথা থেকে ?

উত্তর :- ঠাকুর পরিবার ( জোড়াসাঁকো ) ।

১৫অ্যানাল গোষ্ঠীর দুজন ঐতিহাসিকের নাম লেখো ?

উত্তর :- মার্ক ব্লখ , লুসিয়েন ফেবর ।

১৬.ইকো ফেমিনিজম এর প্রবক্তা কে ?

উত্তর :- ফ্রাঁসোয়া দেবান ।

১৭.কোন খেলাকে খেলার রাজা বলা হয় ?

উত্তর :- ক্রিকেট খেলাকে ।

 


No comments:

Post a Comment