ইতিহাসের ধারণা
1. বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন -
Ans :- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
2. কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা হিসেবে খ্যাত -
Ans :- জব চার্ণক ।
3.ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠি গুলি হিন্দিতে অনুবাদ করেন
Ans :- মুন্সি প্রেমচাঁদ ।
4. অ্যানাল্ স পত্রিকার কাদের ইতিহাস তুলে ধরা হতো ?
Ans :- নিম্নবর্গীয় জনগোষ্ঠীর ।
5. ভারতের তথ্য চলচ্চিত্র প্রথম উদ্ভব ঘটে -
Ans :- ১৯১৩ খ্রিস্টাব্দে ।
6. সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র -
Ans :- পথের পাঁচালী
7. রাজা রবি বর্মা যুক্ত ছিলেন -
Ans :- চিত্রশিল্পের সঙ্গে ।
8. ক্রিকেট খেলার উৎপত্তি -
Ans :- ইংল্যান্ডে ।
9. বর্তমানে বছরে যে দিনটি বিশ্ব পরিবেশ দিবস রূপে পালিত হয় -
Ans :- ৫ই জুন ।
10. জীবনের ঝরাপাতা কার লেখা ?
Ans :- সরলা দেবী চৌধুরানী ।
11. একটি মাসিক পত্রিকার নাম লেখ -
Ans :- বঙ্গদর্শন ।
12. নাট্যচর্চা প্রথম শুরু হয়েছিল যে দেশে
Ans :- গ্রীস ।
13. রসগোল্লার আবিষ্কারক হিসেবে খ্যাত -
Ans :- নবীনচন্দ্র সেন ।
14. অস্কার বিজয়ী চিত্র পরিচালক -
Ans :- সত্যজিৎ রায় ।
15. অস্কার পুরস্কার কি জন্য পাওয়া যায় ?
Ans :- সিনেমার জন্য ।
16.ইতিহাস শব্দের অর্থ কি ?
Ans :- সত্য অনুসন্ধান ।
17. ভারতে কোন রাজ্যে প্রথম রেলপথ স্থাপিত হয় -
Ans :- মহারাষ্ট্রে ।
18. ইতিহাসের জনক কাকে বলা হয় ?
Ans :- হেরোডোটাস কে ।
19 একটি পরিবেশ আন্দোলনের নাম লেখ -
Ans :- চিপকো ।
20 প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি ?
Ans :- রাজা হরিশচন্দ্র ।
21. প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি ?
Ans :- আলম আরা ।
22. বাংলা ভাষায় প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি ?
Ans :- জামাই ষষ্ঠী ।
23. রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন -
Ans :- জীবনস্মৃতি ।
24. জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি কি ?
Ans :- আত্মজীবনী ।
25. সোমপ্রকাশ ছিল একটি কি ?
Ans :- সাপ্তাহিক পত্রিকা ।
26. দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন কার সাথে -
Ans :- চলচ্চিত্রের সঙ্গে ।
No comments:
Post a Comment