দ্বিতীয় অধ্যায়


সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা 

 ( প্রশ্নর মান - ১ )

1.ভারতের প্রথম সংবাদপত্র কোনটি ?

Ans :- বেঙ্গল গেজেট 

2 বাউল সম্প্রদায়ের প্রবর্তক কে ?

Ans :-লালন ফকির 

3. বাংলা ভাষার প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ?

Ans :-দিগদর্শন 

4. কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম গ্যাজুয়েট হন কে ?

Ans :-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ বসু 

5. "বৈদিক যুগে ফিরে যাও" কার উক্তি ?

Ans :- স্বামী দয়ানন্দ সরস্বতী 

6. ইয়ং বেঙ্গল গোষ্ঠীর একটি মুখপত্রের নাম উল্লেখ কর 

Ans :- এথেনিয়াম 

7. "তুহফাৎ - উল - মুয়াহিদিন" কার রচনা ?

Ans :-রাজা রামমোহন রায় 

8. বর্ণপরিচয় ,কথামালা ,বোধদয় গ্রন্থ গুলি কার রচনা ?

Ans :-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

9. শুদ্ধি আন্দোলন কে প্রবর্তন করেন ?

Ans :-স্বামী দয়ানন্দ সরস্বতী 

10 ইয়ং বেঙ্গল কাদের বলা হয় ?

Ans :-ডিরোজিওর অনুগামীদের 

11. সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?

Ans :-জ্যোতিবা ফুলে 

12 হিন্দু কলেজের একজন প্রতিষ্ঠাতার নাম লেখ 

Ans :-ডেভিড হেয়ার 

13 দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয় ?

Ans :-বীর সালিঙ্গমকে

14. উডের ডেসপ্যাচ কবে ঘোষিত হয়  ?

Ans :-১৮৫৪ খ্রিস্টাব্দে 

15. শিকাগো ধর্ম সভার শ্রেষ্ঠ বক্তা কে ছিলেন ?

Ans :- স্বামী বিবেকানন্দ 

16. ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয় ?

Ans :-রামমোহন রায়কে 

17. হুতুম প্যাঁচার নকশা কার লেখা ?

Ans :-কালীপ্রসন্ন সিংহ 

18. পটলডাঙ্গা অ্যাকাডেমির বর্তমান নাম কি ?

Ans :-হেয়ার স্কুল 

No comments:

Post a Comment