তৃতীয় অধ্যায়

প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ 

( প্রশ্নর মান - ১ )

1. সাঁওতালরা কোথায় বসবাস করত ? 

Ans :- রাজমহল পাহাড়ের প্রান্ত দেশে 

2. সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম ?

Ans :-সিধু 

3. হেদায়েতি কাদের বলা হত ?

Ans :-তিতুমীর অনুগামীরা ছিল হেদায়াতি 

4. চুয়াড় শব্দের অর্থ কি ?

Ans :-অসভ্য এবং বর্বর 

5. দিকু কথার অর্থ কি ?

Ans :-বহিরাগত 

6. হুল  দিবস কি ?

Ans :-সাঁওতাল বিদ্রোহকে স্মরণ করে এই দিবস  পালন করা হয় 

7. ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহের নাম কি ?

Ans :-সন্ন্যাসী ,ফকির বিদ্রোহ 

8. হুল কথার অর্থ কি ? 

Ans :-বিদ্রোহ 

9. দামিন- ই-কোহ শব্দের অর্থ কি ?

Ans :-পাহাড়ের প্রান্ত দেশ 

10. তিতুমীর প্রকৃত নাম কি ?

Ans :-মির নিসার আলী 

11. দিকু কথার অর্থ কি ?

Ans :-বহিরাগত 

12. ফরাজি শব্দের অর্থ কি ?

Ans :-ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য 

13. ওয়াহবী শব্দের অর্থ কি ?

Ans :-নবজাগরণ 

14. মুন্ডা বিদ্রোহের দুজন নেতার নাম -

Ans :-বিরসা মুন্ডা ও গয়া মুন্ডা 

15. মহাবিদ্রোহের দুজন নেতার নাম -

Ans :-ঝাঁসিরানী লক্ষ্মীবাঈ-তাঁতিয়া টোপি 

16. ওয়াহবী  বিদ্রোহের নেতার নাম -

Ans :-সৈয়দ আহমেদ, তিতুমীর 

17. ফরাজি আন্দোলনের নেতার নাম 

Ans :-হাজী শরীয়তুল্লাহ ,দুদুমিয়া 

18. চুয়াড় বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল ? 

Ans :-১ ৭ ৬ ৭ খ্রিস্টাব্দে 

19. প্রথম চুয়াড় বিদ্রোহ কোথায় হয় ?

Ans :-ধলভূমে

20. প্রথম চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে ?

Ans :-জগন্নাথ ধল 

21. কোলরা কোথায় বাস করতো ?

Ans :-ঝাড়খণ্ডের ছোটনাগপুরে বাস কর 

22.  কবে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল ?

Ans :-৩০জুন ১৮৫৫ খ্রিস্টাব্দের 

23. দারুল হারব কথার অর্থ কি ?

Ans :-শত্রুর দেশ 

24. দাদন কথার অর্থ কি ?

Ans :-অগ্রিম অর্থ 

25. নীল বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন ?

Ans :-বিশ্বনাথ সর্দার 

26. মহাবিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয় ?

Ans :-১৮৫৭ খ্রিস্টাব্দে 



No comments:

Post a Comment