বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা
1. বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে ?
Ans:- ১৮৫৫ খ্রিস্টাব্দে
2. বাংলা গুটেনবার্গ কাকে বলে ?
Ans:-চার্লস উইলকিনস্
3. বাংলায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কোথায় ?
Ans:-চুঁচুড়ায়
4. বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন কে ?
Ans:-রামমোহন রায়
5. বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা হয় কত খ্রিস্টাব্দে ?
Ans:-১৯১৭ খ্রিস্টাব্দে
6. পৃথিবীর প্রাচীনতম গ্রন্থটি কি ?
Ans:-হীরক সূত্র
7. ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
Ans:-১৮০০ খ্রিস্টাব্দে
8. কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ?
Ans:-গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি
9. ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
Ans:-ডেভিড হেয়ার
10. ভারতের প্রথম সব ব্যবচ্ছেদ কে করেন ?
Ans:-মধুসূদন গুপ্ত
11. বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন ?
Ans:-বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু
12. বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয় ?
Ans:-১৯২১ খ্রিস্টাব্দে
13. তবে বাংলায় পৃথিবীর মানচিত্র ছাপানো হয় ?
Ans:-১৮২৫ খ্রিস্টাব্দে
14. প্রথম বাঙালি প্রকাশক কে ছিলেন ?
Ans:-গঙ্গা কিশোর ভট্টাচার্য
15. ভারতের প্রথম ছাপাখানা স্থাপন করে কারা ?
Ans:-পর্তুগিজরা
16. বিশ্বভারতীর প্রথম উপাচার্য কে ছিলেন ?
Ans:-রবীন্দ্রনাথ ঠাকুর
17. ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে ?
Ans:-উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
18. কে বর্ণপরিচয় রচনা করেন ?
Ans:-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর