পঞ্চম অধ্যায়


বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা 

1. বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে ?

Ans:- ১৮৫৫ খ্রিস্টাব্দে 

2. বাংলা গুটেনবার্গ কাকে বলে ?

Ans:-চার্লস উইলকিনস্

3. বাংলায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কোথায় ?

Ans:-চুঁচুড়ায়

4. বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন কে ?

Ans:-রামমোহন রায় 

5. বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা হয় কত খ্রিস্টাব্দে ?

Ans:-১৯১৭ খ্রিস্টাব্দে 

6. পৃথিবীর প্রাচীনতম গ্রন্থটি কি ?

Ans:-হীরক সূত্র 

7. ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?

Ans:-১৮০০ খ্রিস্টাব্দে 

8. কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ?

Ans:-গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি 

9. ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

Ans:-ডেভিড হেয়ার 

10. ভারতের প্রথম সব ব্যবচ্ছেদ কে করেন ?

Ans:-মধুসূদন গুপ্ত 

11. বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন ?

Ans:-বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু 

12. বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয় ?

Ans:-১৯২১ খ্রিস্টাব্দে 

13. তবে বাংলায় পৃথিবীর মানচিত্র ছাপানো হয় ?

Ans:-১৮২৫ খ্রিস্টাব্দে 

14. প্রথম বাঙালি প্রকাশক কে ছিলেন ?

Ans:-গঙ্গা কিশোর ভট্টাচার্য 

15. ভারতের প্রথম ছাপাখানা স্থাপন করে কারা ?

Ans:-পর্তুগিজরা 

16. বিশ্বভারতীর প্রথম উপাচার্য কে ছিলেন ?

Ans:-রবীন্দ্রনাথ ঠাকুর 

17. ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে ?

Ans:-উপেন্দ্রকিশোর রায়চৌধুরী 

18. কে বর্ণপরিচয় রচনা করেন ?

Ans:-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 


চতুর্থ অধ্যায়


1. মহাবিদ্রোহ কে প্রথম জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেন কে ?

Ans:- ডিরোজিও

2. মহাবিদ্রোহ কে প্রথম সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেন কে ?

Ans:- আর্ল স্ট্যানলি

3. ভারত মাতা চিত্র টি কে আঁকেন ?

Ans:- অবনীন্দ্রনাথ ঠাকুর 

4. বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন ?

Ans:- স্বামী বিবেকানন্দ 

5. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন ?

Ans:- মঙ্গল পান্ডে 

6. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?

Ans:- লর্ড ক্যানিং 

7. ভাইসরয় শব্দের অর্থ কি ?

Ans:- রাজ প্রতিনিধি 

8. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?

Ans:- ১৮৮৪ খ্রিস্টাব্দে 

9. আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে ?

Ans:- রামমোহন রায় 

10. বন্দে মাতরম সংগীতটি যে উপন্যাস থেকে নেওয়া হয়েছে তার নাম হল-

Ans:- আনন্দমঠ 

11. বর্তমান ভারত কে রচনা করেন ?

Ans:- বিবেকানন্দ 

12. হিন্দু মেলার অপর নাম কি ছিল ?

Ans:- চৈত্র মেলা 

13. ভারতের শেষ মোগল সম্রাট কে ছিলেন ?

Ans:- দ্বিতীয় বাহাদুর শাহ 

14. হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন ?

Ans:- নব গোপাল  মিত্র ও রাজনারায়ণ বসু 

15. গোরা উপন্যাস কবে প্রকাশিত হয় ?

Ans:- ১৯১০ খ্রিস্টাব্দে 

16. নব্য ভারতীয় চিত্রকলার জনক কে ছিলেন ?

Ans:- অবনীন্দ্রনাথ 

17. পুনা সার্বজনীক সবার প্রাণপুরুষ কে ছিলেন ?

Ans:- মহাদেব গোবিন্দ রানাডে 

18. ভারত সভা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?

Ans:- ১৮৭৬ খ্রিস্টাব্দে 

19. আধুনিক ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় ?

Ans:- রাজা রামমোহন রায় কে 

20. প্রাচ্য পাশ্চাত্য কার লেখা ?

Ans:- বিবেকানন্দের 





তৃতীয় অধ্যায়

প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ 

( প্রশ্নর মান - ১ )

1. সাঁওতালরা কোথায় বসবাস করত ? 

Ans :- রাজমহল পাহাড়ের প্রান্ত দেশে 

2. সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম ?

Ans :-সিধু 

3. হেদায়েতি কাদের বলা হত ?

Ans :-তিতুমীর অনুগামীরা ছিল হেদায়াতি 

4. চুয়াড় শব্দের অর্থ কি ?

Ans :-অসভ্য এবং বর্বর 

5. দিকু কথার অর্থ কি ?

Ans :-বহিরাগত 

6. হুল  দিবস কি ?

Ans :-সাঁওতাল বিদ্রোহকে স্মরণ করে এই দিবস  পালন করা হয় 

7. ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহের নাম কি ?

Ans :-সন্ন্যাসী ,ফকির বিদ্রোহ 

8. হুল কথার অর্থ কি ? 

Ans :-বিদ্রোহ 

9. দামিন- ই-কোহ শব্দের অর্থ কি ?

Ans :-পাহাড়ের প্রান্ত দেশ 

10. তিতুমীর প্রকৃত নাম কি ?

Ans :-মির নিসার আলী 

11. দিকু কথার অর্থ কি ?

Ans :-বহিরাগত 

12. ফরাজি শব্দের অর্থ কি ?

Ans :-ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য 

13. ওয়াহবী শব্দের অর্থ কি ?

Ans :-নবজাগরণ 

14. মুন্ডা বিদ্রোহের দুজন নেতার নাম -

Ans :-বিরসা মুন্ডা ও গয়া মুন্ডা 

15. মহাবিদ্রোহের দুজন নেতার নাম -

Ans :-ঝাঁসিরানী লক্ষ্মীবাঈ-তাঁতিয়া টোপি 

16. ওয়াহবী  বিদ্রোহের নেতার নাম -

Ans :-সৈয়দ আহমেদ, তিতুমীর 

17. ফরাজি আন্দোলনের নেতার নাম 

Ans :-হাজী শরীয়তুল্লাহ ,দুদুমিয়া 

18. চুয়াড় বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল ? 

Ans :-১ ৭ ৬ ৭ খ্রিস্টাব্দে 

19. প্রথম চুয়াড় বিদ্রোহ কোথায় হয় ?

Ans :-ধলভূমে

20. প্রথম চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে ?

Ans :-জগন্নাথ ধল 

21. কোলরা কোথায় বাস করতো ?

Ans :-ঝাড়খণ্ডের ছোটনাগপুরে বাস কর 

22.  কবে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল ?

Ans :-৩০জুন ১৮৫৫ খ্রিস্টাব্দের 

23. দারুল হারব কথার অর্থ কি ?

Ans :-শত্রুর দেশ 

24. দাদন কথার অর্থ কি ?

Ans :-অগ্রিম অর্থ 

25. নীল বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন ?

Ans :-বিশ্বনাথ সর্দার 

26. মহাবিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয় ?

Ans :-১৮৫৭ খ্রিস্টাব্দে 



দ্বিতীয় অধ্যায়


সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা 

 ( প্রশ্নর মান - ১ )

1.ভারতের প্রথম সংবাদপত্র কোনটি ?

Ans :- বেঙ্গল গেজেট 

2 বাউল সম্প্রদায়ের প্রবর্তক কে ?

Ans :-লালন ফকির 

3. বাংলা ভাষার প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ?

Ans :-দিগদর্শন 

4. কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম গ্যাজুয়েট হন কে ?

Ans :-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ বসু 

5. "বৈদিক যুগে ফিরে যাও" কার উক্তি ?

Ans :- স্বামী দয়ানন্দ সরস্বতী 

6. ইয়ং বেঙ্গল গোষ্ঠীর একটি মুখপত্রের নাম উল্লেখ কর 

Ans :- এথেনিয়াম 

7. "তুহফাৎ - উল - মুয়াহিদিন" কার রচনা ?

Ans :-রাজা রামমোহন রায় 

8. বর্ণপরিচয় ,কথামালা ,বোধদয় গ্রন্থ গুলি কার রচনা ?

Ans :-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

9. শুদ্ধি আন্দোলন কে প্রবর্তন করেন ?

Ans :-স্বামী দয়ানন্দ সরস্বতী 

10 ইয়ং বেঙ্গল কাদের বলা হয় ?

Ans :-ডিরোজিওর অনুগামীদের 

11. সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?

Ans :-জ্যোতিবা ফুলে 

12 হিন্দু কলেজের একজন প্রতিষ্ঠাতার নাম লেখ 

Ans :-ডেভিড হেয়ার 

13 দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয় ?

Ans :-বীর সালিঙ্গমকে

14. উডের ডেসপ্যাচ কবে ঘোষিত হয়  ?

Ans :-১৮৫৪ খ্রিস্টাব্দে 

15. শিকাগো ধর্ম সভার শ্রেষ্ঠ বক্তা কে ছিলেন ?

Ans :- স্বামী বিবেকানন্দ 

16. ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয় ?

Ans :-রামমোহন রায়কে 

17. হুতুম প্যাঁচার নকশা কার লেখা ?

Ans :-কালীপ্রসন্ন সিংহ 

18. পটলডাঙ্গা অ্যাকাডেমির বর্তমান নাম কি ?

Ans :-হেয়ার স্কুল 

প্রথম অধ্যায়


ইতিহাসের ধারণা 

1. বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন -

Ans :- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

2. কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা হিসেবে খ্যাত -

Ans :- জব চার্ণক ।

3.ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠি গুলি হিন্দিতে অনুবাদ করেন 

Ans :- মুন্সি প্রেমচাঁদ ।

4. অ্যানাল্ স পত্রিকার কাদের ইতিহাস তুলে ধরা হতো  ?

Ans :- নিম্নবর্গীয় জনগোষ্ঠীর ।

5. ভারতের তথ্য চলচ্চিত্র প্রথম উদ্ভব ঘটে -

Ans :- ১৯১৩ খ্রিস্টাব্দে ।

6. সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র -

Ans :- পথের পাঁচালী 

7. রাজা রবি বর্মা যুক্ত ছিলেন -

Ans :- চিত্রশিল্পের সঙ্গে ।

8. ক্রিকেট খেলার উৎপত্তি -

Ans :- ইংল্যান্ডে ।

9. বর্তমানে বছরে যে দিনটি বিশ্ব পরিবেশ দিবস রূপে পালিত হয় -

Ans :- ৫ই জুন ।

10. জীবনের ঝরাপাতা কার লেখা ?

Ans :- সরলা দেবী চৌধুরানী ।

11. একটি মাসিক পত্রিকার নাম লেখ -

Ans :- বঙ্গদর্শন ।

12. নাট্যচর্চা প্রথম শুরু হয়েছিল যে দেশে 

Ans :- গ্রীস ।

13. রসগোল্লার আবিষ্কারক হিসেবে খ্যাত -

Ans :- নবীনচন্দ্র সেন ।

14. অস্কার বিজয়ী চিত্র পরিচালক -

Ans :- সত্যজিৎ রায় ।

15. অস্কার পুরস্কার কি জন্য পাওয়া যায় ?

Ans :- সিনেমার জন্য ।

16.ইতিহাস শব্দের অর্থ কি ?

Ans :- সত্য অনুসন্ধান ।

17. ভারতে কোন রাজ্যে প্রথম রেলপথ স্থাপিত হয় -

Ans :- মহারাষ্ট্রে ।

18. ইতিহাসের জনক কাকে বলা হয় ?

Ans :- হেরোডোটাস কে ।

19 একটি পরিবেশ আন্দোলনের নাম লেখ -

Ans :- চিপকো ।

20 প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি ?

Ans :- রাজা হরিশচন্দ্র ।

21. প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি ?

Ans :- আলম আরা ।

22. বাংলা ভাষায় প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি ?

Ans :- জামাই ষষ্ঠী ।

23. রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন -

Ans :- জীবনস্মৃতি ।

24. জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি কি ?

Ans :- আত্মজীবনী ।

25. সোমপ্রকাশ ছিল একটি কি ?

Ans :- সাপ্তাহিক পত্রিকা ।

26. দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন কার সাথে -

Ans :- চলচ্চিত্রের সঙ্গে ।